স্বজনেরি আহাজারি চাওয়া একটাই, প্রিয়জনের  খোঁজ

স্বজনেরি আহাজারি চাওয়া একটাই, প্রিয়জনের  খোঁজ

রাতেও কথা হয়েছিল ১২ বছর বয়সী ছেলে মাঈনুদ্দিনের সঙ্গে। বলেছিল, ‘ভালো আছি আম্মা।

ডাক্তার ওষুধ দিছে। ’ সকালে চিকিৎসকরা প্রাপ্তবয়স্ক একটি মৃতদেহ দেখিয়ে বলে, এটাই তার ছেলের লাশ।
ছেলের আর কোনো খোঁজ না পেয়ে পাগলপ্রায় মর্জিনা বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠছিল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের লবি। শুধু মর্জিনা বেগমই নন, নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আহত সকলের স্বজনই প্রতীক্ষা করছেন প্রিয়জনের খবর পাওয়ার জন্য।

জলভরা চোখে তাদের প্রতীক্ষা শুরু হয় শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর থেকেই। পূর্বাকাশে যখন নতুন সূর্য নতুন দিনের আশা জাগিয়ে উঠছিল, তখন এসব স্বজনদের চোখে-মুখে ভর করে রাজ্যের অনিশ্চয়তা। সকাল গড়িয়ে দুপুর হয়ে বিকেলেও স্বজনকে দেখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।  

স্বামী ইব্রাহীমকে হারিয়ে বারবার স্বজনের বুকে পড়ে আহাজারি করছিলেন নাসিমা। হঠাৎ ক্ষোভ উগরে দিলেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে। বলে উঠলেন, ‘ছবি তোলেন ক্যান? আমার স্বামীরে দেখাইতে কন। আমি আমার স্বামীর লাশ দেখতে চাই। আমি হ্যাগো কথা বিশ্বাস করি না। হ্যারা মিথ্যা কয়। জজ-ব্যারিস্টারের জন্য অপেক্ষা করতেছে। আমারে আমার স্বামীর লাশ দ্যান। ’

নাসিমা যখন ক্ষোভে ফেটে পড়ছিলেন তখন ছয় বছর বয়সী একমাত্র সন্তান জুবায়েরকে হারিয়ে বারবার মূর্চ্ছা জাচ্ছিলেন মা রাহিমা আক্তার।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলে মারা গেছে। আমার ছেলে নেই। কাল (শুক্রবার) রাতেও ওরে পানি খাওয়াইছি। বাবার সঙ্গে নামাজে গেছিলো। ওর বাবার খোঁজ নাই। শুনছি তার অবস্থাও ভালো না। এখন আমার কি হবে? আমার সব শ্যাষ। ’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একপাশে নীরবে দাঁড়িয়ে ছিলো ফয়সাল। শুক্রবার রাতে বাবা মো. ইব্রাহীমের সঙ্গে নামাজ পড়তে গিয়েছিলো। এখন সব শেষ।

ফয়সাল বলেন, ‘আমি নামাজ শেষে মসজিদ থেকে একশ গজ গেছি, তখনই বিকট শব্দ। বাবার খোঁজ নিতে দৌঁড়ে গিয়ে দেখি, বাবা রাস্তায় পড়ে আছেন। তার চুল, দাঁড়ি, কাপড় সব আগুনে পুড়ে গেছে। কিচ্ছু নেই। ’

ইন্সটিটিউটের করিডরে রাতজাগা চোখ নিয়ে বিস্ফোরণে দগ্ধ খালাতো ভাই রিফাতের একটু খবরের জন্য অপেক্ষা করছিলেন মো. লাল্টু। রাত থেকে এখানেই আছেন তিনি। এসেছে পরিবারের আরো অনেকেই।

কথা হলে রাতজাগা আর কান্নাভেজা চোখে লাল্টু বলেন, ‘এখন পর্যন্ত ভাইয়ের কোনো খবর সেভাবে জানতে পারিনি। ভেতরে ঢুকতে দেয় না। ডাক্তারদের সঙ্গে কথা বললে তারাও সেভাবে কিছু বলতে পারছে না। রোগীর চেহারা তো বোঝা যাচ্ছে না, পরিচয় দিলেও উনারা চিনতে পারছে না। ’

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।  এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।